অভিনেতা ফারুক করোনায় আক্রান্ত

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অভিনেতা হিসেবে তিনি 'ফারুক' নামেই খ্যাতিমান। সোমবার তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।
তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, খবর সময় টিভির।
এ তথ্য নিশ্চিত করে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, প্রখ্যাত অভিনেতার শারীরিক অবস্থা ভালো।
'তার অন্য কিছু অসুস্থতা রয়েছে। এ কারণে বাড়তি সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলাম আমরা।'
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন আকবর হোসেন পাঠান।
পাঁচ দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে ফারুক বাংলাদেশি মূলধারার চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি।
বাংলাদেশি চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ প্রচুর পুরস্কার ও সম্মাননা জয় করেছেন ফারুক।
তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'আবার তোরা মানুষ হ' (১৯৭৩), 'সুজন সখী' (১৯৭৫), 'লাঠিয়াল' (১৯৭৫), 'সারেং বৌ' (১৯৭৮), 'গোলাপী এখন ট্রেনে' (১৯৭৮), 'সাহেব' (১৯৭৯), 'মিয়া ভাই' (১৯৮৭), 'পদ্মা মেঘনা যমুনা' (১৯৯১), 'কোটি টাকার কাবিন' (২০০৬) প্রভৃতি।