অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

করোনাভাইরাস জয় করে আবারও কাজে ফিরেছেন বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন। জনপ্রিয় টিভি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' উপস্থাপনায় ব্যস্ত সময় কাটছে তার। এবার আরেক তারকা অজয় দেবগনের নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন 'বিগ বি'।
অমিতাভ ও অজয় আগেও চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। 'খাকি' ও 'সত্যাগ্রহ' চলচ্চিত্রে রুপালি পর্দা ভাগাভাগি করতে দেখা গেছে তাদের। এবার অজয় পরিচালিত 'মে ডে' চলচ্চিত্রে অভিনয় করবেন অমিতাভ।
পরিচালনার পাশাপাশি এই চলচ্চিত্রে পাইলট চরিত্রে অভিনয়ও করবেন অজয়। তবে অমিতাভের চরিত্র সম্পর্কে জানা যায়নি এখনো।
'মে ডে'র শুটিং আগামী মাসে শুরু হওয়ার কথা। এর আগে 'শিবায়' ও 'ইউ মি অওর হম' নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেন অজয়।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা