যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার লবিস্ট ফার্ম নেলসন মুলিনসকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা অপসারণের লক্ষ্যেও কাজ করবে এই ফার্ম।
এক বছরের চুক্তিতে এ খাতে প্রতি মাসে সরকারের খরচ পড়বে ২২ হাজার মার্কিন ডলার। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পূর্বে সরকারের নিয়োগ দেওয়া পিআর ফার্ম বিজিআর থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, 'বিজিআর এখনও থাকছে। অতীতে আমরা যেভাবে করেছি, তারা বাংলাদেশের ইতিবাচক গল্পগুলো গণমাধ্যমে তুলে ধরবে এবং সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চললে তা বন্ধ করবে।"
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ৫ মে ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।