সোমবার সার্চ কমিটিতে জমা পড়া সব নাম প্রকাশ করা হবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের (ইসি) জন্য প্রস্তাবিত সবার নাম আগামীকাল সোমবার প্রকাশ করবে ইলেকশন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটি।
রোববার বিকেল রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় বৈঠকে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বলেন, 'আমরা আগামীকাল পর্যন্ত শুধু রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গ্রহণ করব। সম্পূর্ণ তালিকা বিকেলে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।'
বর্তমান সার্চ কমিটি ইতিহাসে প্রথমবারের মতো সিইসি ও ইসিদের জন্য জমা পড়া নাম প্রকাশ করতে যাচ্ছে। ২০১৩ ও ২০১৭ সালে গঠিত আগের সার্চ কমিটিগুলো প্রস্তাবিত নাম প্রকাশ করেনি, যদিও দুবারই রাজনৈতিক দলগুলো প্রস্তাবিত সব নাম প্রকাশের দাবি জানিয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত বর্তমান সার্চ কমিটি ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক দল ও ব্যক্তিদের কাছ থেকে নাম চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নাম জমা দেওয়ার জন্য সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠিও পাঠিয়েছে।
শনিবার পর্যন্ত ৩২৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬টি, পেশাজীবীদের কাছ থেকে ৪০টি, বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে ৩৪টি এবং ই-মেইলের মাধ্যমে ৯৯টি নাম জমা পড়েছে।
এদিকে সার্চ কমিটি শনিবার দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুটি বৈঠক করে।
আমন্ত্রিত নাগরিকরা সার্চ কমিটিকে সৎ, যোগ্য, সাহসী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নির্বাচন করতে বলেন। নতুন ইসিতে নারী, সংখ্যালঘু ও গণমাধ্যম প্রতিনিধিদের রাখার পরামর্শও দেন তারা।