২৪ ঘণ্টায় করোনায় আরো ৩১ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১৩,১৫৪

দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে।
এই সময় রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জন। ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।
আগেরদিন সোমবারও করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন জনের মৃত্যু হয় এবং রোগী শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জন।
সর্বশেষ ৩১ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ২৮ হাজার ৪২৫ জন এবং দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া চট্টগ্রামে ৭ জন, সিলেটে ২ জন এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।
এছাড়াও গত চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৭২১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ সময় সুস্থ হওয়ার হার ছিল ৮৬ দশমিক ৭০ শতাংশ।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ওই বছরেরই ১৮ মার্চ।