৪১ জেলায় সিভিল সার্জন নিয়োগ

সরকার দেশের ৪১ জেলায় সিভিল সার্জন নিয়োগ দিয়েছে।
রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের ৯ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে আগামী রোববার থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
এর আগে, রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের ২৯ জেলার সিভিল সার্জনদের ওএসডি করে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শরমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।