রাজশাহীতে তেলের দোকানে আগুন, মালিকের মৃত্যু
      বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘আজ সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে একটি সিগারেট থেকে তেলের দোকানে আগুনের সূত্রপাত হয়।’    
    
         
          প্রতীকী ছবি        
          রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জে একটি তেলের দোকানে আগুন লেগেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, 'আজ সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে একটি সিগারেট থেকে তেলের দোকানে আগুনের সূত্রপাত হয়।'
তিনি বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানের মালিক আব্দুল আউয়াল আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।'
ওসি আরও বলেন, 'পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

 
             
 
 
 
 
