১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডির মিডিয়া উইংয়ের বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বাদী হয়ে আজ মোহাম্মদপুর থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি করে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাদিক অ্যাগ্রো ভুটান, নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দেশে গরু নিয়ে আসে। বাংলাদেশি গরু ও ছাগলকে বিদেশি জাতের পশু বলে প্রতারণার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কোরবানির পশুর হাটে বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে।
গত বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের কাছে ১৫ লাখ টাকার ছাগল বিক্রি নিয়ে বিতর্কের পর সাদিক অ্যাগ্রোর সমালোচনা শুরু হয়।
পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডসহ বেশ কয়েকটি সংস্থা সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে সম্ভাব্য অনিয়মের তদন্ত শুরু করে।