রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা মা-মেয়ে ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ মার্চ) ভোরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী রাণী (৫৫), তার মেয়ে আদুরী রাণী (৩০) ও অ্যাম্বুলেন্স চালক জাফর হক (৪০)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার (২ মার্চ) রাতে ঘুমের ঘোরে অজ্ঞান হয়ে পড়লে সুন্দরী রাণীকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।
এরপর স্বজনরা তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে রামেকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টমেটোবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মা-মেয়ে ও চালক নিহত হন।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত সুন্দরী রাণীর ছেলে ওয়াসিম, নাতি সুবেদ ও মেয়ে সুমি রাণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
গোদাগাড়ী প্রেমতলী তদন্ত কেন্দ্রের এসআই বরুণ সরকার বলেন, 'ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'