রাজধানীর ভাটারায় আবাসিক হোটেলে আগুন, নিহত অন্তত ৪

রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুর এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
আজ সোমবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার তালহা বিন জাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।"
ছয়তলা হোটেল ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানান এই কর্মকর্তা।
সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ ভবনের ছয় তলায় পাওয়া গেছে। এরমধ্যে, একটি মরদেহ বাথরুমের ভেতরে এবং বাকি তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া গেছে। এ সময় সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানা গেছে।
নিহতদের সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।