সাভারে যাত্রীবাহী বাসে দিনেদুপুরে ডাকাতি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

ঢাকার সাভারে দিনেদুপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ রোববার (২ মার্চ) দুপুর ২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৪৯৮) একটি যাত্রীবাহী বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।
এসময় অস্ত্রধারী ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে, তাদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
নাজমুল হাসান নামে বাসটিতে থাকা ভুক্তভোগী এক যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে ঢাকায় যাওয়ার জন্য আশুলিয়ার চক্রবর্তী এলাকা থেকে বাসটিতে উঠি। দুপুর দুইটার দিকে বাসটি সাভারের ব্যাংক টাউন এলাকায় পৌছালে বাসের ভিতরে যাত্রীবেশে থাকা দুজন বাস থেকে নামার কথা বলে বাসের চালককে বাস থামানোর জন্য বলে বাসের দরজার কাছে এগিয়ে যায়। এসময় চালক বাসটি থামালে দ্রুত আরও ৩/৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র হাতে বাসটিতে উঠে পড়ে। এসময় ৫-৭ জনের সেই ডাকাতদল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যায়।"
"মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে পুরো ঘটনাটি ঘটে যায়। আমার কাছে থাকা অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের একটি স্যামসাং এ-৩৪ মডেলের মোবাইল নিয়ে যায় ডাকাতরা। পরবর্তীতে বাসটি ঢাকায় যাওয়ার পর টেকনিক্যাল মোড়ে পুলিশ বক্সে বিষয়টি জানালে তারা আমাকে ৯৯৯- এ কল করতে বলেন। এরপর ৯৯৯ এ কল করে বিষয়টি জানাই", যোগ করেন নাজমুল।
এসময় বাসটিতে ২৬/২৭ জন যাত্রী ছিল বলেও জানান এই প্রত্যক্ষদর্শী যাত্রী।
যোগাযোগ করলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "বিষয়টি আমরাও জানতে পেরেছি, একজন ভুক্তভোগী যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে। বাসটি ঘটনার পর ঢাকায় চলে যায়। আমরা বাসের লোকজনের সাথে যোগাযোগ করে বাসটি থানায় আনার জন্য বলেছি, বাসের চালক-হেলপারের সাথে কথা বললে বিস্তারিত বুঝতে পারব।"
"এছাড়াও আমাদের হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি থানা পুলিশ, ডিবিও ইতোমধ্যে কাজ শুরু করেছে বিষয়টি নিয়ে", যোগ করেন তিনি।