বিভিন্ন ফরম ও সেবার মূল্য বাড়াল ইপিবি

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানিকারকদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবার ফি বাড়িয়েছে। সংস্থাটি রপ্তানি সংক্রান্ত ফরমের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সেইসঙ্গে টেক্সটাইল ও নন-টেক্সটাইল পণ্যের জিএসপি নিবন্ধন, নবায়ন ও সনদ ইস্যু ফিও বাড়ানো হয়েছে। যা আজ শনিবার (১ মার্চ) থেকে কার্যকর হয়েছে।
রপ্তানিকারকরা মনে করছেন, এই পদক্ষেপ ব্যবসার খরচ কমানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক টিবিএসকে বলেন, 'ইপিবি যেসব ক্ষেত্রে ফি বাড়িয়েছে, সেটি একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মোট ব্যয়ের তুলনায় সামান্য। গ্যাসের মূল্য সামান্য বাড়লে ব্যয় যতটা বাড়ে, ইপিবির ফি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হলেও সেই পরিমাণ খরচ বাড়বে না। তবে এটি ব্যবসার জন্য ভালো সিদ্ধান্ত নয়। কারণ, ইপিবি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। ফলে তাদের ফি বাড়ানোর যৌক্তিকতা নেই। ইপিবি ফি বাড়ানোর কারণে অন্যান্য সংস্থাও একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে।'
ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এ বিষয়ে টিবিএসকে বলেছেন, সর্বশেষ ফি বাড়ানো হয়েছিল ২০১৪ সালে। গত ১০ বছর ধরে ফি বাড়ানো হয়নি। এখন ফরমের কাগজের দাম বেড়েছে। অন্যান্য খরচও বেড়েছে। তার পরিপ্রেক্ষিতে ইপিবির বোর্ড ফরমের দাম ও সেবা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্নভাবে পর্যালোচনা করে ন্যূনতম যতটুকু বাড়ানো দরকার, ততটুকুই বাড়ানো হয়েছে।
ইপিবি সুত্রে জানা গেছে, টেক্সটাইল ও নন-টেক্সটাইল পণ্যের জিএসপি সনদ ইস্যু ফি ৫০০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। তবে আবেদনের ২৪ ঘণ্টা পরে নিলে ৫০০ টাকাই ফি দিতে হবে, যা আগের তুলনায় ১০০ টাকা বেশি। একইভাবে সাপটা, সাফটা, চায়না, কোরিয়া, চিলি ও অন্যান্য সার্টিফিকেট অব অরিজিন (সিও) ফিও বেড়েছে ১০০ টাকা।
এদিকে টেক্সটাইল পণ্য নিবন্ধন ফি ৫ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৭ হাজার টাকা করা হয়েছে। এই পণ্যের নিবন্ধন নবায়ন ফি ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং বিলম্ব নবায়ন ফি ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা করা হয়েছে। নন-টেক্সটাইল পণ্যের নতুন নিবন্ধন ফি ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা, নিবন্ধন নবায়ন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা ও বিলম্ব ফি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
সাপটা, সাফটা, চায়না, কোরিয়া, চিলি ও অন্যান্য সার্টিফিকেট অব অরিজিন (সিও) ফি ১০০ টাকা করে বেড়েছে। টেক্সটাইল পণ্য নিবন্ধন ফি ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া, টেক্সটাইল পণ্যের নিবন্ধন নবায়ন ফি ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা এবং বিলম্ব নবায়ন ফি ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা করা হয়েছে।
এছাড়া ১১ ধরনের প্রেফারেন্সিয়াল সার্টিফিকেট অব অরিজিন ফরমের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করেছে ইপিবি। এসব ফরমের মধ্যে রয়েছে জিএসপি ফরম, সাফটা, আপটা, সাপটা, জিএসটিপি, এনেক্স থ্রি, ভুটান পিটিএ, ডি-৮, কোরিয়া সিও, চিলি সিও ও থাইল্যান্ড সিও ফরম। বাড়তি নিবন্ধন, নবায়র ফি এবং ফরমের দামের সাথে সাথে গ্রাহককে বাড়তি ভ্যাটও দিতে হবে। এসব সেবার বিপরীতে গ্রাহককে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।
সংস্থাটির বাজেট প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরে ইপিবি ৯০ হাজার জিএসপি ইস্যু করবে। এছাড়া ১ লাখ ৪০ হাজার সার্টিফিকেট অব অরিজিন, ১ লাখ সাপটা, আফটা, আপটা ইস্যু করবে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এসব খাত থেকে ইপিবি ১১ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগের অর্থবছরের বাজেটেও এই পরিমাণ আয় হয়েছিল।