মিয়ানমারের সাথে সীমান্ত পুরোপুরি সুরক্ষিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তের ওপারে আরাকান আর্মির দখলে থাকলেও এপারে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিতওয়েতে মিয়ানমার সরকার ও পরে নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। আর সীমান্তে উদ্ভূদ পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকারসহ উভয়পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা এবং তা সমাধানে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার বিজিবির উখিয়াস্থ ৬৪ ব্যাটালিয়নসহ ৪টি ইউনিট উদ্বোধন করেছেন। অন্য ৩টি ইউনিট হলো ঢাকার স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড-৯ ইউনিট। এসময় তিনি এসব কথা বলেন।
এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি'র কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়ার ৬৪ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এবং ডগ স্কোয়াড কে-৯ ইউনিট এন্ড ট্রেনিং সেন্টার, গাজীপুরেরও পতাকা উত্তোলন করা হয়।
এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড কে-৯ ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত ও চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত কয়েক বছরে মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বেড়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারী ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো।
এই সীমান্তের নিশ্চিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্সহ যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। এখানে কোনো সমস্যা নেই।
সীমান্তে মানুষ আতঙ্কে রয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তার প্রশ্নে আরাকান আর্মি নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে তো সত্যিই সমস্যা একটা আছে। কারণ অন্য দেশ মিয়ানমার। কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে? মিয়ানমার নাকি আরাকান আর্মির তা বলা তো মুশকিল, আমরা অফিসিয়ালি জানিও না। তাই আমাদের উভয়পক্ষের সঙ্গেই সুসম্পর্ক রাখতে হচ্ছে। সীমান্ত নিরাপত্তার জন্য।
রোহিঙ্গা ও মাদককে সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাধার পরও ৬০ হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকেছে। অনেক সময় মানবিক কারণে সেটা পারাও যায় না। সঙ্গে বিদেশিদের একটা চাপ আছে, তাদের ফেরত না পাঠানোর জন্য। তাই আমরাও তাদের সাহায্য সহযোগিতা বাড়াতে বলেছি।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরও সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটছ। এটা কমানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এটা পুরোপুরি আমাদের হাতে নেই, কারণ অস্ত্রটা তো তারা ব্যবহার করছে।