৪ লাখ ১৫ হাজার ৬৪৯টি মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে সরকার

সরকার জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ২০০৯ থেকে জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সারাদেশে ৪ লাখ ১৫ হাজার ৬৪৯টি মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা সূত্র জানায়, ৪ লাখ ১৫ হাজার ৬৪৯টি মামলার মধ্যে জেলা লিগ্যাল এইড অফিস থেকে ৪ লাখ ৭ হাজার ৯৯২টি মামলা, ঢাকা ও চট্টগ্রামের দুটি শ্রম আইন সহায়তা সেল থেকে ৪ হাজার ৪১২টি এবং সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে ৩ হাজার ২৪৫টি মামলায় বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই সময়ে ৪ লাখ ৬৪ হাজার ৯৩৮ জনকে বিনামূল্যে আইনি পরামর্শও সরবরাহ করেছিল।
এদের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদানের টোল ফ্রি নম্বর '১৬৪৩০'-এর মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১ লাখ ৫২ হাজার ৭২২টি এবং ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩ হাজার ৩শ'টি মামলা এডিআর-এর জন্য উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে মোট ১ লাখ ৪১ হাজার ৩টি মামলা বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে নিস্পত্তি হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটি দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে 'আইনগত সহায়তা প্রদান আইনের' অধীনে সরকারি খরচায় এই সেবা দেয়।