নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার আগেই কোন্দল, মধুর ক্যান্টিনের সামনে মুখোমুখি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন ঘোষণার পূর্বে "পদ-পদবি" নিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। এসময় মধুর ক্যান্টিনের ভেতরে-বাইরে দুই গ্রুপকে মুখোমুখি স্লোগান দিতে দেখা যায়।
বুধবার বেলা ৩টায় দল ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের কথা থাকলে বেলা ৪টায় সংবাদ সম্মেলনের স্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও উত্তরার একদল শিক্ষার্থী 'বৈষম্য মানি না' বলে স্লোগান দেওয়া শুরু করে।
এসময় তারা 'প্রাইভেটের রক্ত বৃথা যেতে দিবো না, ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, জাবির সিন্ডিকেট ভেঙে দাও' স্লোগান দিতে থাকেন।
ঢাকার বাইরে অবস্থিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখানে পদ-পদবি নিয়ে বিরোধ-মীমাংসা না হওয়ায় একটি দল ক্ষুব্ধ হয়ে স্লোগান দিচ্ছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ডাকসু ভবন থেকে বিক্ষোভ প্রদর্শন করতে করতে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। এসময় তারা "শিক্ষা, ঐক্য, মুক্তি" এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ" বলে স্লোগান দেন।
কলেজ অব এভিয়েশন টেকনোলজির ছাত্র রায়হান মোল্লা বলেন, "সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করা হচ্ছে। নতুন দলের কোন পদে আমাদের রাখা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সবকিছুই কুক্ষিগত রাখতে চাচ্ছে, এজন্য আমরা বিক্ষোভ করছি। এখানে সমন্বয়ক রিফাত রশিদের কোন প্রভাব নেই। তার সমর্থকদের একটি অংশ সাথে থাকলেও আমরা মূলত বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।"