সাজেকে পর্যটক ভ্রমণে বাধা নেই: জেলা প্রশাসন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে কোন বাধা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসন। গতকাল সাজেক পর্যটন এলাকায় রিসোর্টগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত বিভিন্ন দপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গতকাল দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৫ ফেব্রুয়ারি থেকে সাজেক পর্যটন কেন্দ্রে সাময়িকভাবে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।
তার প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটক ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি দুপুর হতে সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে ২৫ ফেব্রুয়ারি থেকে সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার দুপুরে সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনায় ৯৫ রিসোর্ট, ঘরবাড়ি ও স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।