জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইঙ্গিত দিয়েছেন, আগামী জুন মাসের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান অসম্ভব, কারণ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি এখনও চলমান।
তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা। যদি ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।'
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
এসময় তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বর্তমানে চলমান এবং জুনের মধ্যে সম্পন্ন হবে।
সিইসি বলেন, 'যদি এখন স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে নতুন ভোটারদের বাদ দিয়ে তালিকায় থাকা ১৬ লাখ মৃত ভোটারের তালিকা দিয়ে তা পরিচালনা করতে হবে।'