এপ্রিল-মে মাসে নতুন নকশার নোট আনছে বাংলাদেশ ব্যাংক

চলতি বছরের এপ্রিল-মে মাসে নতুন নকশার ব্যাংকনোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নকশার ব্যাংকনোট ছাপানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক এপ্রিল-মে মাসের মধ্যে বাজারে নতুন নোট ছাড়ার সর্বোচ্চ চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ-উল-ফিতরের আগে নতুন ব্যাংকনোটের চাহিদা বাড়ায়, নতুন নোট বাজারে আসা পর্যন্ত পুরানো নকশা ব্যবহার করে ইতোমধ্যে ছাপানো নোটগুলো বাজারে ছাড়া হবে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বে ছাপানো নতুন ব্যাংকনোট এবং বিভিন্ন নিয়মিত ব্যাংকের ৮০টি শাখার ভল্টে সংরক্ষিত নতুন নোট ১৯ থেকে ২৫ মার্চের মধ্যে বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে পুরোনো ব্যাংকনোট সংগ্রহ করে ধ্বংস করে এবং নতুন নোট চালু করে। ধর্মীয় উৎসবের সময় নতুন ব্যাংকনোটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক নিয়মিত ব্যাংকগুলোর মাধ্যমে নতুন ব্যাংকনোট বাজারে ছেড়ে থাকে।