বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার কিছুটা দায় অর্থনীতিবিদদেরও নিতে হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার কিছুটা দায় অর্থনীতিবিদদেরও নিতে হবে—তা আমরা চাই বা না চাই। কারণ, সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে অনেক অর্থনীতিবিদ রয়েছেন।
বুধবার ঢাকায় এক হোটেলে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাঁচতে হলে সবাইকে কিছু না কিছু বুঝতে হবে। অর্থনীতিও এমন একটা বিষয় যা জানা জরুরী। আমরা প্রতিদিন অর্থনীতিকে চর্চা করি।
তিনি আরও বলেন, 'দুজন ভারতীয় বাঙালি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ড. মোহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল না পেলেও অর্থনীতিতে অবদান রাখার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলা যায়, সেদিক থেকে আমাদের গর্ব করার মতো অর্জন আছে। তবে পশ্চিমবঙ্গের অনেক অর্থনীতির অধ্যাপক আন্তর্জাতিক অঙ্গনে ভালো সুনাম অর্জন করেছেন, আমাদের এখানে কিছুটা খামতি রয়ে গেছে। আমাদের আগামী প্রজন্মকে এখন সেদিকে নজর দিতে হবে।'
গভর্নর বলেন, 'শিক্ষার্থীদের উচিত এক্সট্রা কারিকুলামে আরও জোর দেওয়া। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি উন্নত করতে চাই, তাহলে এইসব অলিম্পিয়াডের মতো ছোট ছোট কার্যক্রমের মাধ্যমেই এগিয়ে যেতে হবে।'
অলিম্পিয়াড শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড আয়োজন আরও বাড়ানো গেলে সবাই উপকৃত হবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক মেধা আছে, কিন্তু আমরা সেই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারছি না।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।