উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কুপিয়ে জখম: সাতজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নাসরিন আকতার ইপ্তি নিজে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেছেন।
আসামিরা হলেন মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ, সাইফ, মধু, সজিব ও শিশির। এর মধ্যে মোবারক ও রবি রায়কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাসরিন আকতার ও তার স্বামী মেহেবুল হাসান মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর রোডের সামনে দুটি মোটরসাইকেলে থাকা তিনজন ব্যক্তি উচ্চ শব্দ করে দ্রুতগতিতে চলে যায়, যার মধ্যে একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
এই পরিস্থিতি শান্ত করতে গেলে মেহেবুল হাসানের সঙ্গে ওই তিনজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মেহেবুলকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং মোবাইল ফোনে অন্যদের ডেকে আনে।
প্রায় ১০ মিনিট পর আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে মেহেবুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে অপহরণের চেষ্টা চালায়। স্বামীকে রক্ষা করতে গেলে নাসরিন আকতারও হামলার শিকার হন। পরে তিনি চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয়রা ও উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ এগিয়ে আসে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে মোবারক হোসেন ও রবি রায়কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এজহারে উল্লিখিত পাঁচজনকে আসামি করা হয়েছে।