নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক-যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন হাসপাতালটির চিকিৎসকেরা। তবে বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগ ও আইসিইউ চালু আছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তৃতীয় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ও আউটসোর্সিংয়ের লোকদের হামলায় দুই চিকিৎসকসহ ১০ জন আহত হওয়ার ঘটনায় পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগ চাচ্ছেন চিকিৎসকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক নিউরোসায়েন্স হাসপাতালের এক চিকিৎসক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এখানে কোনো আন্দোলন হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগ চাচ্ছি। তারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এখন আমাদের একটি মিটিং চলছে এরপর আমরা বিস্তারিত জানাব।'
তিনি আরও বলেন, 'নিউরোসায়েন্স হাসপাতালের সব ডাক্তার এখন এক প্ল্যাটফর্মে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান চাই।'
চিকিৎসকেরা জানান, নিউরোসায়েন্সেস হাসপাতালে কর্মরত স্বাচিপপন্থী চিকিৎসক অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে প্রায় চার মাসে আগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিউরোসায়েন্সেস হাসপাতালে ফিরিয়ে আনা হলে বৈষম্যবিরোধী চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার চিকিৎসকরা হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদের কক্ষে যান। সেখানে বিষয়টি নিয়ে কিছুটা হট্টগোল হয়। পরে চিকিৎসকরা বের হয়ে ৪০২ নম্বর এসে বৈঠক করার সময় হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আউটসোর্সিংয়ের কিছু কর্মচারী তাদের ওপর হামলা করে।