৬ দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। তারা পিলখানা হত্যাকাণ্ডে জেলবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত সবাইকে ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে তারা শহীদ মিনারে অবস্থান নেন।
তাদের দাবিগুলো হলো- পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত এবং একটি সংক্ষিপ্ত আদালত গঠন করে বরখাস্তকৃত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ; কারামুক্তি ও মামলা বাতিল; স্বাধীন তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি; পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্য এবং মোট ৭৪ জনের হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিডিআরের ঐতিহাসিক নাম পুনর্বহাল; পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে জাতীয় স্মরণ দিবস ঘোষণা করা
কর্মসূচিতে বিডিআর সদস্যদের 'বিজিবি না বিডিআর, বিডিআর বিডিআর', 'দেশপ্রেমিক বিডিআর, সীমান্তে যাবে আরেকবার', 'বিডিআরের ঠিকানা, পিলখানা পিলখানা'সহ একাধিক স্লোগান দিতে দেখা যায়।