শ্রমিকদের নিম্নতম মজুরিসহ ১৮ দাবি বাস্তবায়নে সম্মত মালিকপক্ষ

শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়নসহ তাদের ১৮টি দাবি পূরণে সম্মত হয়েছে মালিকপক্ষ।
চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক সংগঠনের নেতা ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে এ বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বৈঠকে ১৮টি দাবির বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে সারাদেশের সব শিল্প কারখানা খোলা থাকবে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৈঠকে আরও যেসব বিষেয়ে মতৈক্য হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- শ্রমিকদের টিফিন বিল প্রদান করা, শ্রমঘন এলাকায় টিসিবি ও ওএমএসের মাধ্যমে রেশন প্রদান করা, শ্রমিকদের আগের বকেয়া আগামী ১০ অক্টোবরের মধ্যে পরিশোধ করা, কারখানায় শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধে মনিটরিং করা, জুলাইয়ের আন্দোলনে শহীদদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন নির্ধারণ করা, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক প্রভাব বা চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এ বিষয়ে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা করা হবে, গত বছর ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনসহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে যত হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।