ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনাল চালু হচ্ছে আজ
ঘূর্ণিঝড় রেমালের কারণে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের কার্যক্রম (এফএসআরইউ) সাময়িকভাবে বন্ধ ছিল।

সামিট পাওয়ার-এর একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের ফ্লোটিং এলএনজি টার্মিনালের কার্যক্রম আজ (১১ সেপ্টেম্বর) থেকে পুনরায় শুরু হচ্ছে।
পেট্রোবাংলার অপারেশনস অফিসার কামরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করে বলেন, 'আজই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে এবং ৬০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হবে'।
ঘূর্ণিঝড় রেমালের কারণে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের কার্যক্রম (এফএসআরইউ) সাময়িকভাবে বন্ধ ছিল।