আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড চাইবে পুলিশ

আজ (১৪ আগস্ট) পুলিশ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের রিমান্ড চাইবে।
তবে, ঠিক কত দিনের রিমান্ড চাওয়া হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন।
টিবিএসকে তিনি জানিয়েছেন, আজ দুপুর ২টার মধ্যে দুজনকে আদালতে তোলা হবে।
এর আগে, গতকাল (১৩ আগস্ট) সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল (১৩ আগস্ট) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন ডিএমপি (ঢাকা মেট্রপলিটন পুলিশ) কমিশনার মইনুল হাসান।