সন্ধ্যা ৬টার মধ্যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে: সমন্বয়ক হাসনাত
হাসনাত আবদুল্লাহ আজ বিকেলে এক বিবৃতিতে বলেন, ভারপ্রাপ্ত নতুন প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম ফ্যাসিবাদের একজন সহযোগী। ছাত্রজনতা তাকে প্রত্যাখ্যান করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: তার ফেসবুক প্রোফাইল থেকে
আজ সন্ধ্যা ৬টার মধ্যে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ আজ শনিবার বিকেলে এক বিবৃতিতে বলেন, ভারপ্রাপ্ত নতুন প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম ফ্যাসিবাদের একজন সহযোগী। ছাত্রজনতা তাকে প্রত্যাখ্যান করছে।
এসময় ঢাকার অধিবাসী ও ছাত্রদের হাইকোর্ট চত্বরে সমবেত হওয়ার আহ্বান জানান এই সমন্বয়ক।