সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে রিজভীর খাবার বিতরণ

নতুন বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার ও পানি বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এ দায়িত্ব কাঁধে তুলে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন তিনি।
এসময় তার সঙ্গে আরো ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাঃ জাহিদুল কবির, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. রাকিবুল হাসান মুরাদ, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুবদল নেতা নজরুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।