প্রায় সবগুলো পোশাক কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে: বিজিএমইএ

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) জানিয়েছে, ঈদুল আজহার ছুটির আগে দেশের প্রায় সব তৈরি পোশাক (আরএমজি) কারখানা শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করেছে।
শনিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, ঢাকায় এক হাজার ৮৩৫টি ও চট্টগ্রামে ৩২৫টিসহ দেশে বর্তমানে মোট দুই হাজার ১৬০টি পোশাক কারখানা চালু রয়েছে।
এগুলোর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে দুই হাজার ১৫৫টি এবং ঈদুল আজহার বোনাস দিয়েছে দুই হাজার ১৫৬টি কারখানা।
যে কয়টি কারখানা এখনও বেতন-বোনাস পরিশোধ করতে পারেনি, সেগুলো আজ ১৫ জুনের মধ্যে পরিশোধ করার প্রক্রিয়ায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্প পুলিশ জানিয়েছে, দেশের সব কারখানার প্রায় শতভাগ শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে।
পুলিশ অবশ্য কতগুলো কারখানা এখনো বকেয়া পরিশোধ করেনি সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।