নাটোরের বড়াইগ্রামে ৩ বাসে আগুন
সোমবার (২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) নাটোরে একটি সিএনজি ফিলিং স্টেশনে বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বনপাড়া এলাকায় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস পরিবহনের ৩টি বাসে আগুন দেওয়া হয়।
এসময় আগুন জ্বলতে দেখে পাম্প কর্মচারি ফায়ার সার্ভিসে খবর দেয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেছেন।