মাগুরা-১ আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব, নড়াইল-২-এ আবারও লড়বেন মাশরাফি

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। অন্যদিকে নড়াইল-২ আসনে আবারও লড়বেন মাশরাফি বিন মর্তুজা।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
গত ১৮ অক্টোবর রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই অলরাউন্ডারের পক্ষে মাগুরা-১, মাগুরা-২, ও ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন একজন প্রতিনিধি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ২০ নভেম্বর নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনবেন।
তবে জাতীয় দলের বিশিষ্ট ক্রিকেটার সাকিব আল হাসান পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর মনোনয়ন ফরম না কেনার সিদ্ধান্ত নেন। জানা যায়, প্রধানমন্ত্রী তখন সাকিবকে আরও কয়েক বছর ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা মনোনয়নপত্র কেনেন এবং পরবর্তীসময়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হন।