প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেন চালিয়েছি এটা আমার জীবনের সেরা মুহূর্ত: ট্রেনচালক রবিউল

প্রধানমন্ত্রীকে বহন করা ট্রেনের চালক মো. রবিউল ইসলাম বলেছেন, তাকে নিয়ে ট্রেন চালিয়েছি, এটা আমার জীবনের সেরা মুহূর্ত।
তিনি বলেন, 'এটা আমার চাকরি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। কারণ দেশের প্রধানমন্ত্রীকে ট্রেনে আমি নিয়ে এসেছি ফরিদপুরের ভাঙ্গায়। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। বাংলাদেশের নিজস্ব টাকায় প্রধানমন্ত্রী এটা করেছেন। আর তার উপর রেললাইন স্থাপন করেছেন। সেই রেললাইন দিয়ে প্রধানমন্ত্রীকে সেতুর উপর দিয়ে নিয়ে যেতে পেরে আমি আনন্দিত ও গর্বিত বোধ করছি।'
এ ঘটনায় তার পরিবারের সকলে খুবই খুশি হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত; প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে পদ্মাসেতু দিয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাওয়া স্টেশনে। এ সময় তিনি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেনে চড়ে পদ্মাসেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে আসেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন মো. রবিউল ইসলাম। তিনি পাবনার ঈশ্বরদীতে কর্মরত। তার দেশের বাড়ি সিরাজগঞ্জ। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এসময় তার সাথে সহকারী এসএম আহসানউদ্দিন, কন্টোলিং অফিসার আশীষ কুমার মন্ডল, রেলের দুজন পরিচালক শরিফুল ইসলাম এবং এস এম ইকবাল মাহমুদ ছিলেন।
এর আগে রবিউল রেলমন্ত্রী, রেল মন্ত্রণালয়ের সচিব, রেল মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ভারতের রাষ্ট্রদূতকে নিয়ে ট্রেন চালিয়েছেন।