লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের উপনির্বাচন ৫ নভেম্বর

সম্প্রতি শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) কমিশন সভা শেষে এ কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।
নির্ধারিত দিনে ব্যালটের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
সচিব আরো জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, যাচাই-বাছাই হবে ১২ অক্টোবর, আপিল করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ই অক্টোবর।
এ দুই আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ২০ অক্টোবর।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
একইদিন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আলোচিত সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়াও মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।