পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ৫২টি সুপারনিউমারারি পদ সৃষ্টি
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর মধ্যে ৫২টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করেছে সরকার।
রোববার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সুপারনিউমারারি পদ হলো উদ্বৃত্ত ঘোষিত কর্মচারীর বেতন, ভাতা ও সে-সংক্রান্ত সুবিধা প্রদানের সুবিধার্থে নির্দিষ্ট সময়ের জন্য সৃজিত পদ। সাধারণত নিয়মিত পদ না থাকলে সীমিত সময়ের জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টি করে একজন সরকারি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদোন্নতি হলে কর্মকর্তারা সাধারণত একই পদে 'ইনসিটু' (পদোন্নতির পরও সুবিধামতো জায়গায় থাকতে নিচের পদে চাকরির ব্যবস্থা) দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ পদোন্নতি পেলেও তারা আগের পদেই দায়িত্ব পালন করবেন।
পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক এবং ৫০ জন উপ-মহাপরিদর্শকসহ মোট ৫২ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে এই নতুন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ তৈরির তারিখ থেকে সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পুলিশ বাহিনীতে বর্তমানে এরকম অন্তত ১৫০টি পদের প্রয়োজন, কিন্তু সরকার মাত্র ৫২টি অনুমোদন করেছে।'
