বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ২ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।
সোমবার (১৪ আগস্ট) ঢাকার সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি হবে ৬০ কিলোমিটার। যদিও সেখানে মোটরবাইক ও সাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া, বনানী ও মহাখালী অংশের দুটি র্যাম আপাতত খোলা হবে না। এ দুটির কাজ চলছে, শেষ হলে তা খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
টোলের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে অক্টোবরের মাঝামাঝি এবং চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন হবে আগামী ২৮ অক্টোবর।
প্রকল্পের বিবরণ অনুসারে, এই প্রকল্পের প্রথম চুক্তি হয়েছিল ২০১১ সালের ১৯ জানুয়ারি; এরপর ২০১৩ সালের ১৫ ডিসেম্বর পর্যালোচনার পর চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের সময়কাল ধরা হয় ২০১১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এরমধ্যে প্রধান এলিভেটেড অংশ ১৯.৭৩ কিলোমিটার।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত।