তদন্ত আদেশ বাতিল চেয়ে এস আলমের মৌখিক আবেদন খারিজ করে দিলেন হাইকোর্ট

এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশে বিপুল সম্পদ কেনার অভিযোগের তদন্ত করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা প্রত্যাহার চেয়ে গ্রুপটির করা মৌখিক আবেদন আদালত খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।
আদালত বলেছেন, ৬ আগস্ট দেওয়া আদেশটি ইতিমধ্যেই স্বাক্ষর করা হয়ে গেছে, এখন সেটি প্রত্যাহার করার আবেদন গ্রহণ করা যাবে না।
রোববার এস আলম গ্রুপের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন হাইকোর্টের আদেশ প্রত্যাহারের জন্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াত লিজুর বেঞ্চে মৌখিকভাবে আবেদন করেন। জবাবে আদালত এ কথা জানান।
এ সময় আদালতকক্ষে উপস্থিত ছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ৪ আগস্ট দ্য ডেইলি স্টারের 'এস আলম'স আলাদিন'স ল্যাম্প' শিরোনামের প্রতিবেদনটি হাইকোর্টের নজরে এনে নির্দেশনা চাইলে আদালত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও অপরাধ তদন্ত বিভাগসহ দুদককে দুই মাসের মধ্যে তাদের জমা দেওয়ার নির্দেশ দেন।
এস আলম গ্রুপের প্রধান আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি রোববার আদেশ প্রত্যাহার চেয়ে মৌখিক প্রার্থনা করেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আদালত আবেদনকারীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিল বিভাগে যেতে বলেছেন।'
গ্রুপটির অপর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল্লাহ মামুন সংবাদমাধ্যমকে জানান, হাইকোর্টের ৬ আগস্টের আদেশের বিরুদ্ধে লিখিত আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
এ বিষয়ে এস আলম গ্রুপের আইনজীবীদের বক্তব্য পাওয়া যায়নি।