সাইবার নিরাপত্তা আইনের উদ্দেশ্য সাইবার অপরাধ দমন, বাক-স্বাধীনতা খর্ব করা নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) নয়, এ আইনের উদ্দেশ্য সাইবার অপরাধ বন্ধ করা।
'ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক' সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'বাক-স্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না। আমাদের উদ্দেশ্য সাইবার অপরাধ বন্ধ করা।'
আইনমন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, এটার পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।
'ডিজিটালের জায়গায় সাইবার করা হয়েছে, কারণ সাইবারের ব্যাপ্তি অনেক। এ আইনে ৬০টি ধারা রাখা হয়েছে,' বলেন তিনি।
মন্ত্রী এ সময় আইনটির সমালোচনা করে বলা 'নতুন বোতলে পুরনো মদ' উক্তি প্রত্যাখ্যান করে বলেন, যারা এটা বলেন, তারা না বুঝে বলেন। আইনের এখানে অনেক পরিবর্তন আছে।
নতুন আইনে অনেক সাজা কমানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
খসড়াকৃত সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ধারায় পুলিশ কর্মকর্তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা জরুরি প্রয়োজনে অপরাধ দমন বা অপরাধ হলে প্রমাণ সংরক্ষণের জন্য। এখানেও যদি কোনো অপব্যবহার হয়, তাহলে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অনুমোদন দিয়েছেন।
'এখন এটা ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবার কেবিনেটে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন হলে সংসদে পাঠানো হবে পাশ করার জন্য,' বলেন তিনি।
সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর খসড়া ডিজিটাল সিকিউরিটি এজেন্সির ওয়েবসাইটে দেওয়া আছে। আগামী দুই সপ্তাহ এই খসড়ার বিষয়ে মতামত গ্রহণ করা হবে। আইসিটি বিভাগের পলিসি শাখায় এই মতামত দেওয়া যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এর আগে ৮ আগস্ট আনিসুল হক বলেছিলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে বর্ণিত শাস্তিগুলো কমানো হয়েছে এবং নতুন আইনের বিধান অনুসারে আগের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় দায়ের করা মামলাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।