জাতীয় নির্বাচনের জন্য ৬৮ দেশি পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করলো ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রাথমিকভাবে ৬৮ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (আগস্ট) সংস্থাগুলোর বিরুদ্ধে দাবি/আপত্তি/অভিযোগের বিষয়ে ১৫ দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। পরে দাবি/আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে আগামী ৫ বছরের জন্য অন্তর্ভুক্ত করবে ইসি।
ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি বুধবার দেশের গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ হবে। পাশাপাশি আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে।
ইসি সূত্রের বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, দেশের ১৯৯টি বেসরকারি সংস্থা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। পরে কমিশনের গঠন করা সাত সদস্যের একটি কমিটি আবেদনগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে ৬৮টি সংস্থাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে।
২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। তবে এর আগেও দেশি–বিদেশি পর্যবেক্ষকেরা নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পেতেন।
নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য এ নিবন্ধন দিয়ে থাকে। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দেয়া হয়েছিল।