রাজনৈতিক সমাবেশের জন্য পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থী

স্বাধীনতা যুদ্ধ বা এরশাদবিরোধী আন্দোলন পুলিশের অনুমতি নিয়ে হয়নি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সমাবেশের জন্য পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থী।
তিনি বলেন, 'রাজনৈতিক দলের কাজ হচ্ছে পুলিশকে অবহিত করা, আর পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া।'
রোববার (৩০ জুলাই) রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, 'সরকারদলীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এসব হামলা ছবিসহ সকল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তাদের গ্রেপ্তার না করে উল্টো যাদের ওপর হামলা করা হলো, তাদেরকেই আসামী করে মামলা করল পুলিশ।'
তিনি বলেন, "বিএনপির এক দফার আন্দোলনে সমর্থন জানিয়েছেন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও শতকরা ৮০ ভাগের বেশি জনগণ। আজ শেখ হাসিনার পদত্যাগের দাবীতে 'স্টেপ ডাউন শেখ হাসিনা' সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে।"
বিএনপির এক দফা দাবির মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
নির্বাচন কমিশনের আগামী অক্টোবরে তফসিল ঘোষণার দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, 'এ স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। শেখ হাসিনা আরেকটি ভোটারবিহীন তামাশার নির্বাচন করার অপচেষ্টা করছে, জনগণ তা হতে দেবে না।'
গতকাল ও আজ প্রায় ১১টি মামলায় ৫৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেন বিএনপির সিনিয়র এ নেতা। এছাড়া তিনি সংবাদ সম্মেলনে আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।