জনগণ আমাকে চায়, ভোট সুষ্ঠু হলে জয়ী হবো: হিরো আলম

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ আলী আরাফাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন 'হিরো আলম' হিসেবে পরিচিত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম।
নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন হিরো আলম।
সোমবার (১৭ জুলাই) সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন এসে এ কথা বলেন তিনি।
গণমাধ্যমকে হিরো আলম বলেন, "সুষ্ঠু ভোট হলে জয়ী হবো। জনগণ আমাকে চায়। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"
তবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনেন হিরো আলম।
"প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের এজেন্টদের মারধর করে, হুমকি দিয়ে বের করে দিয়েছে", বলেন তিনি।
এদিকে ইসি ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে উপনির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে।
ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকার কিছু অংশে উপনির্বাচনের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাসহ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্বাচনী এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার এবং ইজিবাইকের মতো যানবাহনগুলো সোমবার (১৭ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে।
১৬ জুলাই রাত ১২টা থেকে ১৮ জুলাই রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় মোটরবাইক চলাচল সীমিত করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (অভিনেতা ফারুক) মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।