বিএনপি নেতা খন্দকার মোশাররফ হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে অসুস্থ অবস্থায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে বিএনপির এই শীর্ষ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, "রাত সাড়ে তিনটার দিকে ড. মোশাররফ হোসেন অসুস্থবোধ করলে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।"
বিএনপি নেতার ছেলে খন্দকার মারুফ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি আছেন খন্দকার মোশাররফ হোসেন। বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি তার বাবার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।