তীব্র গরমের পর হালকা বৃষ্টিপাত ঢাকায়

গত কয়েক দিন ধরে তাপদাহের পর আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছে রাজধানীতে।
এদিন বিকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। সাড়ে পাঁচটার দিকে নামে বহুল প্রতীক্ষিত বৃষ্টি। ফলে গত কয়েক সপ্তাহের খরতাপ থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নগরবাসী।

সেগুনবাগিচা, বনশ্রী, লালমাটিয়া, মোহাম্মদপুরসহ অন্য কয়েকটি এলাকার বাসিন্দারা বলেছেন, প্রচণ্ড গরমের বেশ কিছুদিন খুবই কষ্টে কাটানোর পর বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কমেছে গরমও।
টানা কয়েকদিনের ৪০ ডিগ্রীর বেশি তাপমাত্রার দাবদাহে জনজীবনের দুর্ভোগ চরমে ওঠার পর বৃহস্পতিবারেই ঢাকায় তাপমাত্রা তিন ডিগ্রী কমে ৩৭ ডিগ্রীতে নেমে আসে।

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-একটি স্থানে বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিতে রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেলেও – তীব্র দাবদাহ বইছে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে।

আজ দিনের শুরুতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রী পর্যন্ত কমার অনুমান করা হয়। এছাড়া, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়– ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। বইতে পারে অস্থায়ী দমকা বাতাস।