কমেছে প্রাপ্তবয়স্কদের স্বাক্ষরতার হার: জরিপ
সাত বছর ও এর বেশি বয়সী মানুষের স্বাক্ষরতার হার কিছুটা বাড়লেও প্রাপ্তবয়স্কদের স্বাক্ষরতার হার কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সংস্থাটির সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসিটিকসের ২০২১ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের স্বাক্ষরতার হার ৭৪.১ শতাংশে নেমে এসেছে। ২০২০ সালে এই স্তরে দেশে স্বাক্ষরতার হার ছিল ৭৫.৬ শতাংশ। এ হিসাবে এক বছরে স্বাক্ষরতার হার কমেছে ১.৫ শতাংশীয় পয়েন্ট।
অঞ্চল ভিত্তিতে পল্লী অঞ্চলে প্রাপ্তবয়স্ক স্বাক্ষরতার হার কিছুটা বেড়েছে, আর কমেছে শহর অঞ্চলে।
পুরুষের ক্ষেত্রে স্বাক্ষরতার হার ১.২ শতাংশীয় পয়েন্ট কমে ৭৭ শতাংশে দাঁড়িয়েছে। আবার ৭৩ শতাংশ থেকে কমে নারীদের স্বাক্ষরতার হার দাড়িয়েছে ৭১.২ শতাংশে। নারীদের স্বাক্ষরতার হার কমেছে ১.৮ শতাংশীয় পয়েন্ট।
প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করে এসভিআরএস প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন বলেন, কোভিড মহামারীর কারণে প্রাপ্তবয়স্কদের স্বাক্ষরতার হার কমতে পারে।
পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে সাত ও তদূর্ধ্ব বয়সীদের স্বাক্ষরতার হার ২০২১ সালে ৭৬.৪ শতাংশে উঠেছে বলে জানিয়েছে বিবিএস। ২০২০ সালে এই স্তরে দেশে স্বাক্ষরতার হার ছিল ৭৫.২ শতাংশ। এ হিসাবে এক বছরে স্বাক্ষরতার হার বেড়েছে ১.২ শতাংশীয় পয়েন্ট।
তবে গত সপ্তাহে পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত খানা আয়-ব্যয় জরিপে ২০২২ সালে সাত ও তদূর্ধ্ব বয়সীদের স্বাক্ষরতার হার দেখানো হয়েছে ৭৪ শতাংশ।
