‘কমপক্ষে ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে’

রাজধানীর নিউ সুপার মার্কেটে ১০টি দোকানের মালিক মোহাম্মদ জুয়েল রানা। আজ ভোরে আগুন লাগার খবর পেয়ে তিনি ও তার ভাই ছুটে আসেন আগুন নেভানোর কাজে। ফায়ার সার্ভিসের সঙ্গে তারাও শুরুর দিকে মার্কেটে ভেতরে ঢুকে প্রায় ২ ঘন্টা আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু আগুনে তীব্রতা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হন তারা।
জুয়েল রানার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় মার্কেটের বাইরে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "একটি দোকান থেকেও কোনো মালামাল বের করতে পারেননি। কম করে হলেও ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।"
"শুরুতে আগুনের খবর শুনে দৌড়ে চলে আসি। কিন্তু সাথে চাবি ছিল না, যার কারণে দোকানের কোনো মালামাল বের করতে পারিনি; কোনো ব্যবসায়ীই শুরুর দিকে দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেনি," যোগ করেন জুয়েল।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের তৃতীয় তলার একাংশে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মার্কেটের সামনের অংশে যে দোকানগুলো রয়েছে, বর্তমানে ব্যবসায়ীরা সেখান থেকে তাদের মালামাল বের করে আনছেন। কিছু মাল পুড়ে গেছে আগুনে, আর অধিকাংশ মালামাল পানিতে ভিজে গেছে।