চট্টগ্রামে ৫ মার্কেটের ভূ-গর্ভে জলাধার চায় ফায়ার সার্ভিস
বন্দর নগরী চট্টগ্রামে অগ্নিঝুঁকিতে থাকা পাঁচটি মার্কেটের বিভিন্ন পয়েন্টে ভূ–গর্ভে জলাধার নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অগ্নিঝুঁকিতে থাকা মার্কেট পাঁচটি হল- রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট, তামাকুমন্ডি লেইন, পৌর জহুর হকার্স মার্কেট ও টেরীবাজার।
রোববার (১০ এপ্রিল) এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে একটি দাপ্তরিক পত্র দিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, "এসব মার্কেটে পানির কোনো উৎস নেই। তাই হঠাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হলে পানির সংকটের কারণে অগ্নিনির্বাপণে মারাত্মক ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেতে পারে।"
চসিককে দেওয়া চিঠি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল মার্কেটের বিদ্যমান অগ্নিঝুঁকি নিরাপদ করার লক্ষ্যে সরেজমিনে মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এ সময় মার্কেটের দোকানগুলোতে উচ্চ দাহ্য কাপড় জাতীয় দ্রব্যাদি ক্রয়–বিক্রয় করাসহ সংরক্ষণের দৃশ্য দেখা যায়।
"নিউ মার্কেট, রিয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন, পৌর জহুর হকার্স মার্কেট ও টেরীবাজার এলাকায় পুকুর, জলাধার বা ভূগর্ভস্থ জলাধার না থাকায় অগ্নিনিরাপত্তার স্বার্থে উল্লেখিত মার্কেটসমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভূগর্ভস্থ পানির জলাধার নির্মাণের কোনো বিকল্প নেই," উল্লেখ করে হয় চিঠিতে।
