কুড়িল দুর্ঘটনা: ভিক্টর পরিবহনের বাসের চালক ও হেলপার গ্রেপ্তার
রাজধানীর কুড়িলে রোববার (২২ জানুয়ারি) বিকেলে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহতের ঘটনায় ভিক্টর পরিবহনের বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বাসের চালক মোঃ লিটন (৩৮) ও হেলপার মোঃ আবুল খায়ের (২২)।
রোববার ভাটারা থানায় সড়ক পরিবহন আইনে মামলার পর আজ সকালে এই দু'জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রেস রিলিজে বলা হয়েছে, অভিযুক্ত বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রোববার এক বন্ধুর মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাদিয়া। কুড়িল-বিশ্বরোড এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে নাদিয়া রাস্তায় ছিটকে পড়ে এবং বাসের সামনের চাকায় পিষ্ট হয়। নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে নাদিয়ার মৃত্যুর খবরে রোববার বিকেলে বিমানবন্দর সড়ক এলাকার কাওলা ব্রিজের নিচে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন।
