ফখরুল-আব্বাসকে আটকের পর জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি।
আজ শুক্রবার সকাল ১১.২০ মিনিটে ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ বৈঠকের আগে গণমাধ্যমকে এই তথ্য জানান।
এর আগে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দাবি করেন, সাদা পোশাকে পুলিশ মির্জা ফখরুলকে দিবাগত রাত ৩টার দিকে তাঁর উত্তরার বাসা থেকে এবং মির্জা আব্বাসকে সাড়ে ৩টার দিকে তাঁর শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যায়।
১০ ডিসেম্বর নয়াপল্টনের পরিবর্তে বিএনপি অন্য জায়গায় সমাবেশ করতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পরই দলের দুই শীর্ষ নেতাকে আটকের অভিযোগ সামনে আসে।