বিএনপির সমাবেশেও বিশ্বকাপের ঢেউ
আলিয়া মাদ্রাসা মাঠের ফটকের সামনেই সুর করে নেচে নেচে হাঁক দিচ্ছেন এক যুবক—'দেখিয়া লইন দেড়শ, বাছিয়া লইন দেড়শ'।
তার পরনে কখনো ব্রাজিল আবার কখনো আর্জেন্টিনা দলের জার্সি। আর সামনে রাখা ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি।
আলিয়ার মাঠেই শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। আর পরদিন শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত বিশ্বকাপ ফুটবল। সেই গ্রেটেস্ট শোর ঢেঊ লেগেছে বিএনপির সমাবেশস্থলেও।
সমাবেশস্থলের পাশেই বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি।
নেচে গেয়ে জার্সি বিক্রি করা আজিজ আহমদ বলেন, 'এখানে প্রচুর মানুষ আসবেন। বিক্রি ভালো হবে তাই জার্সি নিয়ে এখানে এসেছি।'
নিজে আর্জেন্টিনার সমর্থক জানিয়ে আজিজ বলেন, 'আমি আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলেরই জার্সি বিক্রি করি। এই দুই দলের জার্সিই বেশি বিক্রি হয়।'
সমাবেশস্থলে আরও নানা পণ্য নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। রয়েছে বেশ কয়েকটি খাবারের স্টল। এছাড়া ডা. জোবায়েদা রহমান ফুড কোর্ট নামে একটি স্টল থেকে বিনামূল্যে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে।
