বিএনপির সমাবেশ সামনে বরিশালে স্পিডবোট চালকদের ধর্মঘট

বিএনপির সমাবেশকে সামনে রেখে বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে বরিশাল-ভোলা রুটের স্পিডবোট চালকরা ধর্মঘট শুরু করেছেন। আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের কথা রয়েছে।
ভোলা ও বরিশাল বিভাগের প্রত্যন্ত উপজেলাগুলোর মধ্যে সহজ ও দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম স্পিডবোট। ফলে হঠাৎ এই ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঘাট কর্মকর্তারা ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিন শত শত মানুষ এই পথে যাতায়াতের মাধ্যম হিসেবে স্পিডবোট ব্যবহার করেন।
এ রুটের নিয়মিত যাত্রী শফিকুল ইসলাম বলেন, "আকস্মিক এই ধর্মঘটের কারণে যাত্রীদের চলাচল কঠিন হয়ে পড়েছে।"
"বিএনপির সমাবেশের জন্য ধর্মঘট ডাকা হয়েছে, যাতে বেশি মানুষ সেখানে যোগ দিতে না পারে," নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন স্পিডবোট চালক এ কথা বলেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বরিশালের স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ তারেক শাহ বলেন, "শনিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট চলবে।"
তবে, আকস্মিক এই ধর্মঘটের কারণ জানাতে পারেননি তিনি।
সোমবার বরিশালের থ্রি-হুইলার পরিবহন মালিকরা জেলায় থ্রি-হুইলার চলাচলসহ তাদের পাঁচ দফা দাবিতে ৪ থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দেন।
এর আগে, মহাসড়কে স্থানীয় যাত্রীবাহী যানবাহন ও অন্যান্য থ্রি-হুইলার বন্ধ রাখার দাবিতে ৪ ও ৫ নভেম্বর দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দেন বরিশাল বিভাগের বাস মালিকরা।
বিএনপির গণসমাবেশের আগে একই ধরনের পরিবহন ধর্মঘট হয়েছে ময়মনসিংহ, খুলনা ও রংপুরেও।
এদিকে, সমাবেশে বাধা দিতে সরকার বাস মালিকদের ধর্মঘটে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।