মুন্সীগঞ্জে গাছ ভেঙ্গে বসতঘর বিধ্বস্ত, মা-মেয়ের মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে বসতঘরের নীচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একইসাথে গুরুতর আহত হয়েছে বাবা ও ছেলে।
সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মা আসমা বেগম আশু (২৮) ও মেয়ে সুরাইয়ার (৩) লাশ মঙ্গলবার ভোরে স্থানীয়রা চাপাপড়া অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় বাবা আব্দুর রাজ্জাককে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছেলে আরাফাতকে (১০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইতে শুরু করে জেলার লৌহজং উপজেলার সর্বত্র। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কনকসার গ্রামে ঝড়ের কবলে টিনের তৈরী ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নীচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও ছেলে-মেয়ে।
পরে আজ ভোরে স্থানীয় মুসল্লিরা ফজনের নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে বিধ্বস্ত অবস্থায় বসতঘরের নীচে ওই পরিবারের সদস্যদের দেখতে পায়। এতে মুসল্লিদের সঙ্গে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে চাপা পড়ে থাকা আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা ও মেয়ে সুরাইয়ার লাশ উদ্ধার করে। জীবিত অবস্থায় আবদুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করা হয়।
লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
