'শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে, দলের লোকজনও জড়িত'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে এবং এই ষড়যন্ত্রে সরকারি দলের লোকজনও জড়িত আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
বুধবার সংসদে বঙ্গবন্ধুর খুনিদের তীব্র ঘৃণা জানাতে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
আলোচনায় আবুল কালাম আজাদ জানান, কী ধরনের ষড়যন্ত্র চলছে, সংসদে বিস্তারিত তা তিনি বলতে পারছেন না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারলে তাকে বলতে পারবেন বলে জানান। ওই ষড়যন্ত্রের সঙ্গে অর্থের বিনিময়ে নিজেদের লোকও জড়িত বলে দাবি করেন সাবেক এই তথ্যমন্ত্রী।
তার দাবি, ডিজিএফআই, এনএসআই, ডিবিসহ গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সঠিক তথ্য দেয় না, তাই তিনি তৃণমূলের নেতা-কর্মীদের মাধ্যমে 'নিজস্ব ম্যাকানিজমে' তথ্য সংগ্রহের জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন।
এদিকে একই আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য রাশেদ খান মেনন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের স্বরূপ উদঘাটনে জাতীয় তদন্ত কমিশন গঠন করার পরামর্শ দেন।
মেনন বলেন, চক্রান্ত অব্যাহত রয়েছে। এ চক্রান্ত উদঘাটন করতে না পারলে এটা প্রতিহত করা যাবে না। এ হত্যাকাণ্ডের সঙ্গে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যে কার্যকরণের সম্পর্কগুলো কাজ করেছে, এ বিষয়গুলো নিয়ে আসার প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বরূপটা না বুঝতে পারলে আজকের চক্রান্তও বুঝতে পারবো না।
তিনি বলেন, কেবল সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য এ হত্যাকাণ্ডে জড়িত মনে করলে আমরা ভুল করবো। আত্মস্বীকৃত খুনিদের বক্তব্যগুলো খতিয়ে দেখলেই এ বিষয়টি আমরা জানতে পারবো।
